ট্রেইলর রিভিউঃ সুইস আর্মি ম্যান

নিঃসঙ্গ দ্বীপে আটকে পড়ে দিনের পর দিন পার করা যুবক সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার । দড়িতে ঝুলে পড়ার শেষ মুহূর্তে সৈকতে ভেসে আসে এক যুবকের লাশ । বেচে থাকার আশা খুঁজে পায় সে । কিন্তু অতি উত্তেজনার বসে গলার দড়ি না খুলে দৌড় দেয় সে ভাসে আসা যুবকের উদ্দেশ্যে কিন্তু বাধে বিপত্তি , ঝুলে পড়ে সে ।


ড্যানিয়েল রেড ক্লিফ
ট্রেইলর টি এমন একটি ট্রেইলর আপনি বার বার দেখবেন কিন্তু মন ভরবেনা । 
বিঃ দ্রঃ বেশি দেখে ফেললে মন ভরেও যেতে পারে । 

ট্রেইলর টি দেখতে এই লিংকে ক্লিক করুন ।
মুভির গল্প কেমন হতে পারে ? কাস্ট এওয়ে দেখেছেন হয়তো । মৃত রেড ক্লিফ কে নিয়ে জীবিত যুবকের গল্প কেমন হতে পারে আশা করি বুঝতে পারছেন । মুভিটির বাজেট মাত্র ৩ মিলিয়ন ডলার মুভিটির বক্স অফিস কালেকশন এখন পর্যন্ত ৪ মিলিয়ন ডলার । (নর্থ আমেরিকা) 

মুভিটি রিলিজ পেয়েছে ২৪ জুন ২০১৬ । এখনো দেখা হয়নি কারণ ভাল কোনো প্রিন্ট পাইনি । 

যে কোনো প্রকার মতামত নিচের ফেইসবুক মতামত অপশন থেকে দিতে পারবেন । 
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন । 

আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন । 

ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং  সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে  এই লিংকে ক্লিক করুন । 

এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।

মাত্র এক ক্লিকেই আপনার পিসিকে ফুল রিফ্রেশ করতে এই লিংকে ক্লিক করুন । 

ট্রেইলর রিভিউঃ জাস্টিস লীগ ২০১৭ ।

মুভি রিভিউঃ সেভিং প্রাইভেট রায়ান ।

আপনার ইউপিএস ব্যাটারী পুনঃ ব্যবহার করুন ।
Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment