ফ্রী তে পেওনিয়র মাস্টার কার্ড পাওয়ার সম্পূর্ণ টিউন এবং বুঝে নিন ফ্রী ২৫ ডলার

পেওনিয়ার একাউন্ট  পেতে হলে যা আপনার লাগবে তা প্রথমে যোগাড় করে নিন । 
সতর্কতাঃ প্রথমে পুরো টিউন টি সম্পূর্ণ পড়ুন । নয়তো ছোট্টো একটা ভুলে আপনার একাউন্ট আটকে যেতে পারে । 
  1. একটি ইমেইল অ্যাকাউন্ট অবশ্যই লাগবে । যেমনঃ Gmail,Yahoo,Hotmail ইত্যাদি। একটি ভোটার আইডি এর স্ক্যান করা কপি।
  2. নিচের ৩ টি অপ্সহন থেকে যে কোনো একটির কপি হলেই চলবে ।
§  ১টি ভোটার আইডি কার্ডের স্ক্যান কপি ।
§  ১টি ড্রাইভিং লাইসেন্স কার্ডের স্ক্যান কপি।
§  ১টি পাসপোর্ট কার্ডের এর স্ক্যান কপি। 
এই ৩টি অপশন থেকে যে কোনো একটির স্ক্যান কপি থাকতে হবে ।


তারপর সাইন আপে ক্লিক করুন ।  ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 
এবং এবারের নিচের ছবিটি দেখুন এবং ছবিতে লেখা মনোযোগ দিয়ে পড়ুন । ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 

তারপর নেক্সটে ক্লিক করুন ।  এবং এবারে ছবিটিও দেখুন । এবং ছবিতে লেখা গুলো পড়ুন । ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 


বিঃদ্রঃ আপনার এলাকার , এরিয়ার , ডিসট্রিক্ট এর Postal / Zip code না জেনে থকলে GOOGLE এ Search দিয়ে বের করুন । ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 



তারপর ওপরে ছবিটার মত পাসোয়ারড ফীল করুন । ইউজার নেম আপনার ইমেইল ই থাকুক ।
ইউজার নেমের ঘরে আপনার ইমেইল এড্রেস লিখুন যদিও তা অটো লিখে যাওয়ার কথা ।
ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন ।
তারপর নিচের ছবিটি দেখুহ্ন আর পড়ুন ।


তারপর এমন একটি ছবি পাবেন ।ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 


 ৫-৭ মিনিট পরে আপনার মেইলে ইনবক্সে যান । তারপর নিচের ছবিটি ভাল মত খেয়াল করুন ।ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 

এক নাম্বার মেইল টি ওপেন করে আপনার পেওনিওরে লগ ইন করুন । ইমেইল লিখুন প্রথমে যদি ইমেইল ই ইউজার নেম হিসেবে দিয়ে থাকেন । তারপর আপনার নির্ধারিত পাসোয়ারড দিন ।ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 


অবশ্যই সিকিউরিটি কোয়েসচেন আন্সার ভুলে যাবেন না যেন , নইলে আপনার একাউন্টের পাস এক বার ভুলে গেলে আর ওপেন করতে পারবেন না ।
ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 
তারপর নাম্বার টু মেইল ওপেন করুন । ওপেন করার পর এমন একটি মেইল দেখতে পাবেন ।


আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনার গভরমেন্ট আইডি/NID এর স্ক্যান কপি আপোলোড করুন । এবং সাবমিট করুন ।ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 

এইতো শেষ । এবার ১৫-৩০ দিন অপেক্ষা করুন । বাড়িতে কার্ড পৌছে যাবে । অনুগ্রহ করে পোস্ট টি শেয়ার করুন ।ছবিগুলো বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন । 

(পেওনিওর সাইন আপ লিংক টি আবার দেয়া হলো)



আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন । 

আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন । 

এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।

গ্রাফিক্স কার্ড কি তা জানতে এই লিংকে ক্লিক করুন ।

মুভি রিভিউঃ সেভিং প্রাইভেট রায়ান।







Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment