লেখা পড়া করে ঘর সংসার ! কেন ?

এক ভদ্র লোক বাসে চড়ে যাচ্ছেন গন্তব্যে , এর মধ্যে একটা ফোন আসলো আর সে ফোন টা ধরে কথা বলে যাচ্ছে , তো এক পর্যায়ে সে বলে ওঠে "আরে ভাই আমার বউ ও তো মাস্টার্স পাশ , কই আমি তো ওরে চাকরী করাই না । দুজনে যা পারি খেয়ে না খেয়ে সুখে শান্তিতে দিন কাটাই " তো এই বাণী টুকু এক মেয়ে স্টেটাসে শেয়ার করেছিলেন আমার টাইম লাইনে গত বছর নাগাদ । এবং সেই মেয়েটি দোয়া করেছেন এমন স্বামী ই চাই   এবং সেই পোস্টে আরও ১০-১৫ জন উচ্চ শিক্ষিতা নারী লাইক দিয়েছেন । যা ভেবে দেখলাম এই দেশের জন্য উচ্চ শিক্ষিতা নারীদের তেমন কোনো অবদান নেই । ৩৫ লক্ষ লেখা পড়া না জানা মহিলা গারমেন্টস কর্মী রা দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন । লক্ষ লক্ষ মহিলা দিন মুজুর দেশের জন্য কাজ করে যাচ্ছেন । আর আমাদের দেশের কিছু শিক্ষিতা সাহসী নারী ছাড়া বাকি সবাই ঘরে স্বামীর আদেশ মতই চলছেন ।



আমি যা বলতে চাচ্ছিলাম কাজ করার ইচ্ছে না থাকলে , দেশের জন্য নিজের জীবন কে কাজে না লাগাতে চাইলে শুধু শুধু সরকারী কলেজ ভার্সিটিতে লেখা পড়া করে দেশের টাকা নষ্ট করা দরকার নেই বোধ করি ।
দেশ তখন এগিয়ে যায় যখন একজন নারী রপ্তানী তে অবদান রাখে । যখন জনগন পরিশ্রম করে ।



আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন । 

আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন । 

ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং  সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে  এই লিংকে ক্লিক করুন । 

এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।

পিসিকে এক ক্লিকে ফ্রেশ রাখতে এই লিংকে ক্লিক করুন । 

গ্রাফিক্স কার্ড কি তা জানতে এই লিংকে ক্লিক করুন ।
Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment