ফ্রান্স গত সাত মাস ধরে যদি আইসিসের ওপর সত্যিই ভাল মত আক্রমণ চালাতো তাহলে আইসিস এতোদিনে বিলুপ্ত হতো। কিন্তু তারা করেছে লোক দেখানো হামলা। মানে নিজে দুই একটা কামড় খেলেও আইসিস কে তারা বাচিয়ে রাখবেই।
আর ওইসব ইউরোপ আমেরিকার পাবলিক রাও কম না। আইসিস এর হাতে অস্ত্র দেয় আমেরিকা আর ফ্রান্স, এবং তারা তাদের নিজের দেশের এইসব যুদ্ধবাজ নেতাদের বিচারও চায়না। বিল ক্লিন্টনের সময় ছিল আল কায়েদা বুশের সময় আসলো তালেবান ওবামায় আনলো আইসিস রে।
এভাবে চলতে থাকলে ইউরোপ আমেরিকাও আফগানিস্তান, ইরাক সিরিয়ার মত ধংস স্তুপে পরিণত হবে। ওয়েট এন্ড সি।
ইতিহাস নিজেই প্রতিশোধ নেয়। কারও কিছু করতে হয় না।
0 comments:
Post a Comment