মুভিটি তৈরী হয় ২য় বিশ্বযুদ্ধের একটি সত্য ঘটনার ওপর । এতে অভিনয় করেছেন বিশ্বসেরা অভিনেতা টম হ্যাঙ্কস এবং ইনিই ছিলেন মুভিটির মুখ্য অভিনেতা । প্রথমে আমি বলে নেই আমি কোনো স্পয়লার করবোনা । টম হ্যাংক্স কে বিশ্বসেরা অভিনেতা বলেছি কারণ পর্যন্ত ওনার মত করে কেউ আমাকে মুগ্ধ করতে পারেনি তার অভিনয় শৈলী দিয়ে ।
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে এই লিংকে ক্লিক করুন ।
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
ক্যাপ্টেন জন এইচ মিলার(টম হ্যাংক্স) তার দল বল সহ ফ্রান্সের ওমাহা বিচ দখল মুক্ত করতে নেমে পড়েছেন দখলদার নাৎসি বাহিনীর বিরুদ্ধে । একের পর এক সঙ্গী মারা পরে তার । কিন্তু শেষ মেষ ওমাহা বিচ দখল দার মুক্ত হয় । এবং এ যুদ্ধে মারা পড়ে ৩৪ জন এবং একজন বিশেষ কেউ যার নামের অংশ টুকু হালকা বোঝা যায় "রায়ান" ।
ওমাহা বিচের যুদ্ধের একটি দৃশ্য
এবার আসি মুভিটির গল্পে , রায়ান রা ৪ ভাই । ৪ ভাই ই দেশ মাতৃকা রক্ষায় যুদ্ধে অংশ গ্রহণ করে । এদিকে এক সকালে ওয়াশিং টন ডিসি হেড কোয়াটারে এক মহিলা টাইপ রাইটার যুদ্ধে নিহিত সৈনিক দের পরিবারের কাছে একের পর এক চিঠি লিখছেন । হঠাত তিনি খেয়াল করেন ৩ টি চিঠির নিহিত সৈনিক দের নামের শেষ অংশ রায়ান । এবং তিনি তা ঊর্ধ্বতন কর্মকর্তা কে জানান ।
এবং সবার বুকে শেল বিধে যখন তারা জানতে পারেন এই ৩ জন পরস্পর সম্পর্কে ভাই ।
এখন এই তিনটি চিঠি কিভাবে এক সাথে একই বিকেলে একজন মায়ের কাছে পৌঁছবেন ওনারা !
কিন্তু কর্মকর্তাগন দের বুকে আশা বাধে চতুর্থ ভাই জেমস ফ্রান্সিস রায়ান । সে এখনো বেচে আছেন । কিন্তু কোথায় কিভাবে কোন অবস্থায় বেচে আছেন তা কেউ জানেন না , আদৌ বেচে আছেন কিনা তাও কেউ জানেন না।
সদ্য সফল অপারেশন শেষ করা ক্যাপ্টেন জন এইচ মিলারের ওপর দায়িত্ব পড়ে রায়ান কে খুঁজে বের করার । এবার শুরু নতুন অভিজান আর তা হলো "সেভিং প্রাইভেট রায়ান" ।
মুভিটি পিজি থার্টিন ক্যাটাগরির , মানে ১৩ বছরের নিচে কেউ মুভিটি দেখতে পারবেনা । তবে মুভিটি প্রথমে ১৭ বছরের নিচে কেউ এই মুভি দেখতে পারবেনা এমন ক্যাটাগরিতে ফেলা হয় , পরে বিশ্ববিক্ষ্যাত পরিচালক স্টিফেন স্পিল্বারগ ৫ মিনিটের দৃশ্য কেটে ফেলার পর মুভিটি পিজি ১৩ রেটিং পায় ।
এবার মুভিটির ব্যাপারে মজার কিছু তথ্য ।
ভিন ডিজেল কে আমরা কে না চিনি ! ভিন ডিজেল এর বানানো ছোটো একটা শর্ট ফিল্ম দেখে পরিচালক স্পিল্বারগ তাকে এই মুভিতে একটা ছোট্টো রোল দেয় , তারপর থেকে আর ভিন ডিজেল কে পেছনে ফিরে তাকাতে হয়নি ।
জেসন ব্রুনো খ্যাত মেট ডেমন কে আমরা কে না চিনি , এই মেট ডেমনের প্রথম মুভি এটি । সে এই মুভিতে জেমস ফ্রান্সিস রায়ান হিসেবে রোল প্লে করে । এবং আরেকটা মজার কথা মেট ডেমন মুভিতে হাজির হয় শেষের দিকে , এবং মুভির প্রথম অংশ হতে শেষ অংশ পর্যন্ত কমপ্লিট হওয়া পর্যন্ত মেট ডেমনের সাথে টম হ্যাংক্স এবং তার সঙ্গীদের দেখা করতে দেয়া হয়নি । মূল কথা তাদের জানানো হয়নি মেট যে রায়ান কে তারা খুজছে সে কেমন । অভিনয়ে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসার জন্য পরিচালকের এই সিদ্ধান্ত শোনা যায় ।
মুভিটির পরিচালনায় দক্ষতার কারণে পরিচালক অস্কার অবধারিত ভাবেই পায় । কিন্তু দর্শক ধাক্কা খায় তখন যখন টম হ্যাংক্স কে এই মুভিতে অনবদ্য অভিনয়ের পরেও অস্কার দেয়া হয়নি তাই । এর আগেই টম হ্যাংক্স দু বার অস্কার জয় করেছিলেন তাই হয়তো ওনাকে সেভিং প্রাইভেট রায়ানের জন্য দেয়া হয়নি । সব অস্কার একজন নিয়ে গেলে বাকিরা কি নেবে !!!
মুভিটি রিলিজ হয় ১৯৯৮ এ । এটির বাজেট ৭০ মিলিয়ন ডলার এবং এটির বিশ্বব্যাপি আয় ৪৮১.৮ মিলিয়ন ডলার ।
আর দেরি কেন দেখে ফেলুন মুভিটি ।
ফেইসবুক কমেন্ট অপশন তো ওপেন ই আছে চাইলেই নিচে ফেইসবুক কমেন্ট অপশন থেকে কমেন্ট করে আপনার প্রশ্ন জানাতে পারবেন ।
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন ।
আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন ।
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে এই লিংকে ক্লিক করুন ।
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
মাত্র এক ক্লিকেই আপনার পিসিকে ফুল রিফ্রেশ করতে এই লিংকে ক্লিক করুন ।
0 comments:
Post a Comment