ইউপিএস ব্যাটারী পুনঃ ব্যবহার

ব্যাটারী ব্যাক দিচ্ছেনা । আবার বছর ঘুরতেই নতুন ব্যাটারী কিনবো ! নাহ এবার আর ব্যাটারী কিনলাম না । প্রথমে ব্যাটারীর ওপরের পার্ট টুকু খুললাম ।
ছবিটি বড় করে দেখতে ছবির ওপর ক্লিক করুন ।
ব্যাটারীর ওপরের পাটাতন টি উপড়ে ফেলুন
তারপর একটা একটা করে ক্যাপ খুলে ফেলুন । এবং বাজার থেকে কিনে নিয়ে আসা ব্যাটারীর এসিড ওয়াটার সিরিজের মাধ্যমে পুশ করুন ।

এসিড ওয়াটার গাড়ির গ্যারেজ গুলোতে পাবেন । এবার ব্যাটারী টি ইউপিএস বক্সে সেট করুন । 
যেভাবে ব্যাটারী বক্স থেকে বের করেছেন সেভাবেই ঢোকান । মনে রাখবেন লাল তার টি ব্যাটারীর লাল অংশে দিবেন । কাজ করতে গিয়ে গরমে আপনার নাক মুখের ঘাম যেন আবার সার্কিটের ওপর না পড়ে খেয়াল রাখবেন । নইলে বিপদ । 


আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন । 



আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন । 

ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং  সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে  এই লিংকে ক্লিক করুন । 

এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।

মাত্র এক ক্লিকেই আপনার পিসিকে ফুল রিফ্রেশ করতে এই লিংকে ক্লিক করুন । 

ট্রেইলর রিভিউঃ জাস্টিস লীগ ২০১৭ ।

মুভি রিভিউঃ সেভিং প্রাইভেট রায়ান ।
Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment