বেশি না কয়েক মাস আগেও প্রথম আলো সাইটে আওয়ামী লীগের পক্ষে লাইক কমেন্ট বেশি পড়তো । কিন্তু গত ৩-৪ মাস ধরে বিএনপি পন্থী লাইক কমেন্ট পড়ে । এ ব্যাপার টা যাচাই করার জন্য আমি সরকারের পক্ষে খুব নম্র ভাবে খবরের সাথে মানান সই ৪ টা কমেন্ট করেছি কিন্তু একটা কমেন্টও এপ্রুভ করা হয়নি ।
বিশ্বাস না হলে আপনিও যাচাই করে দেখতে পারেন ।এই প্রথম আলো ৫ জানুয়ারী ভোট কেন্দ্রে নির্বাচনের সময় ভোট দিতে আসা মুসলিম মহিলাদের কপালে সিঁদুর পরিয়ে দেয় ফটোশপে তারপর তা পত্রিকায় প্রচার করে দেশে দাঙ্গা বাধায় । সাবেক সমাজ কল্যান মন্ত্রী ঠিক ই বলেছেন তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি ।
0 comments:
Post a Comment