ছেলেটা নাকি কবি হবে


কবিতা লেখা টা নাকি অনেক সহজ 
বলে পাড়ার সেই ছেলেটা ।
কিন্তু সে কবিতা লেখেনা 
এসব ছাই লিখে কি হবে !
কে পড়বে 
কে শুনবে তার মনের কথা ?

কবিতার নাকি অনেক রঙ হয় ,
৭ রঙা সেই রংধনুর ও নাকি এতো প্রাচুর্য নেই ।
কবিতা নাকি ইতিহাসের পাতায় স্থান পাবার জন্যই জন্ম হয় ,
কিন্তু কবির কি আসে যায় , যেখানে রবীন্দ্রনাথ মহাকালে ঠাই না পেয়ে
সোনার তরী লিখেছেন ,
যেখানে মাইকেল ঘর ছেড়েছেন 
কিন্তু হয়েছে তিরস্কৃত সেখানে পাড়ার ছেলেটা কি ছাই মাখা ধুলো । 

শুনেছে ছেলেটা অনেকে নাকি কবি হয়েছে ,
বই মেলায় নাকি সেই কবিতা অনেক ছেপেছে ।
দম ফেলার ফুরসত নাকি পাচ্ছেনা পাঠক 
ছেলেটার তাই নাকি মাথায় ব্যামো ধরেছে ,
তাই সে কবি হবে পাঠকের মন রাঙাবে । 
Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

1 comments:

  1. Emperor Casino | Play & Get Bonus | Online Casino
    Play & kadangpintar Get up to €/$100 free 카지노사이트 + 125 FS. Play Slot machines 제왕 카지노 at Emperor Casino, one of the top online casinos in the world.

    ReplyDelete