প্রথমে আপনাকে ফাইল নেম এক্সটেনশন চালু করতে হবে । উইন্ডোজ টেন ইউজার রা ফাইল নেম এক্সটেনশন চালু করতে নিচের ছবি টি দেখুন । ছবিটি বড় করে দেখতে ছবির ওপরে ক্লিক করুন ।
ভিউ তে ক্লিক করার পরে মার্ক করুন ফাইল নেম এক্সটেনশন ।
এক্সেটেনশন কি আগে জেনে নেই আসুন । আমরা যখন গান শুনি সেই গান কে বলা হয় .mp3 এই ডট এমপিথ্রী টাই হচ্ছে এক্সটেনশন । এখন আমরা এই এক্সেটেনশন টা চালু করলাম চেঞ্জ করার জন্য ।
প্রথম ধাপে ডেক্সটপ স্ক্রীনের ওপর একটি টেক্সট ফাইল তৈরী করুন । ফাইল টির নাম রাখুন Refresh । ছবিটি দেখুন বড় করে দেখতে ক্লিক করুন ।
তারপর টেক্সট ফাইল টি ডাবল ক্লিক করে ওপেন করুন এবং নিচের লেখা টি হুবহু কপি করে পেস্ট করে দিন ।
Echo Off
cd/
Tree
C:
Tree
D:
Tree
E:
Tree
F:
Tree
G:
Tree
H:
Tree
I:
Tree
J:
ঠিক এভাবে ছবি দেখে করুন ।
তারপর সেইভ করে টেক্সট ফাইল টা আবার রিনেম করুন । রিনেম করবেন শুধু মাত্র .txt চেঞ্জ করে .bat রাখার জন্য । নামের শেষে যে .text আছে .txt কেটে সেটাকে .bat বাত করে দিন ।
ছবিটি দেখে করুন । তারপর .bat ফাইল টাতে ডাবল ক্লিক করুন আর এভাবেই আজীবন মাত্র এক ক্লিকে নিজের পিসির স্পীড আপ রাখুন ।
এতো কষ্ট করে কাজটি করতে না চাইলে ফাইল টি ডাওনলোড করে ফেলুন ।
এই লিংকে ক্লিক করে ।
ধন্যবাদ পুরো টিউন টি উপোভোগ করার জন্য ।
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন ।
এই লিংকে ক্লিক করে ।
ধন্যবাদ পুরো টিউন টি উপোভোগ করার জন্য ।
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন ।
আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন ।
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে এই লিংকে ক্লিক করুন ।
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
গ্রাফিক্স কার্ড সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে এই লিংকে ক্লিক করুন ।
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
গ্রাফিক্স কার্ড সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
0 comments:
Post a Comment