ইউটিউবের কয়েকটি ফিচার যা আপনি জানতেন না


ইউটিউব বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম একটি ওয়েব সাইট। এই ওয়েব সাইটে কম বেশি কেউ ঢুকেন না, তেমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
বর্তমানে বিশ্বে ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে এই জনপ্রিয় ওয়েব সাইটে। এখানে জনপ্রিয় গান, সিনেমাসহ বিভিন্ন শক্ষিণীয় অনেক টিপসও পাওয়া যায়।এবং পাওয়া যায় প্রায় সব সফটওয়্যারের ফ্রী ভিডিও টিউটোরিয়াল । 

এটিই বিশ্বের সব চেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম । আমরা বেশির ভাগই এর মজার কিছু ব্যবহার বিধি জানি না । আসুন জেনে নেই ছোট্টো এই পোস্ট টা পড়ে । 
আসুন চমক প্রদ কিছু কৌশল জেনে উপকৃত হই । 
Video Loop: সিম্পলি ভিডিও এর ওপর রাইট বাটাম ক্লিক করে Loop এ ক্লিক করুন । এর ফলে আপনার প্রিয় গানটি রিপিট হতে থাকবে ।  
শুধু কি-বোর্ড ব্যবহারঃ মাউস ব্যবহার না করে সিম্পলি কিবোর্ড দিয়ে আরও মজার কিছু কাজ করতে পারবেন যেমন । 
কি-বোর্ডের কে (K) বাটনের সাহায্যে আপনি ভিডিও শুরু এবং পজ রাখতে পারবেন। জে (J) এবং এল (L) -এর সাহায্যে ভিডিও যথাক্রমে ১০ সেকেন্ড ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড করতে পারবেন। এম (M) চাপলে ভিডিও শব্দহীন হবে। ভিডিওর একেবারে শুরুতে যেতে হলে আপনাকে জিরো (0) বাটন চাপতে হবে। এ ছাড়াও কি-বোর্ডের এক (1) থেকে নয় (9) সংখ্যাগুলোর মধ্য থেকে যেকোনও একটি সিলেক্ট করলে আপনি ভিডিওটির নির্দিষ্ট অংশে চলে যাবেন। যেমন সাত (7) চাপলে আপনি ভিডিওটির ৭০ শতাংশ স্থানে চলে যাবেন।
ডিফল্ট ভিডিও রেজ্যুলেশন সেট করাঃ আপনার যদি স্লো ইন্টারনেট কানেকশন থাকে এবং বাফারিং-এর যন্ত্রণা এড়িয়ে চলতে চান তাহলে আপনাকে একটি নিয়ম অনুসরণ করতে হবে। তা হলো প্রথমেই আপনাকে ‘www.youtube.com/account_playback’ এই অপশনে যেতে হবে। তারপর সেখান থেকে ‘I have a slow internet connection. Never play higher-quality video.’ এই অপশনটি সিলেক্ট করতে হবে।তারপর থেকেই আর বাফারিং এর কবলে পড়বেন না । 
নির্দিষ্ট আর্টিস্ট নির্বাচনঃ যদি আপনি নির্দিষ্ট আর্টিস্টের গান শুনতে চান তাহলে প্রথমে হ্যাশ (#) টাইপ করে তারপর ওই আর্টিস্টের নাম লিখে এন্টার চাপুন। যেমন: #Tahsan। এতে করে শুধু এই নির্দিষ্ট আর্টিস্টের গান বা ভিডিও-ই আসবে যা আপনাকে বার বার বিড়ম্বনা থেকে মুক্তি দেবে।
ভিডিও প্লেব্যাক স্পিড পরিবর্তনঃ মনে করুন কনো ভিডিও টিউটোরিয়াল দেখছেন সেখানে ভিডিও এর কথা গুলো খুব স্লো অথবা বেশি ফাস্ট যে কারনে আপনার বিরক্ত লাগছে অথবা ফাস্ট হওয়ার কারণে বুঝতে পারছেন না ঠিক মত । তাই ভিডিও এর নিচে ডান পাশে কোনায় সেটিংস গিয়ারে ক্লিক করে স্পীড বাড়িয়ে নিন অথবা কমিয়ে নিন । 
অ্যাকাউন্ট প্রাইভেট রাখাঃ ‘www.youtube.com/account_privacy’ এই লিংকে গিয়ে প্রাইভেসি অনলি মি করে দিলে আপনি কি দেখছেন কোথায় লাইক দিচ্ছেন তা অন্যেরা জানতে পাবেন না । 
পরবর্তীতে দেখার জন্য সংরক্ষণঃ কোনো ভিডিও পরে দেখার জন্য এড টু ওয়াচ লেটার এ ক্লিক কতুন । 
যে কোনো প্রকার মতামত নিচের ফেইসবুক মতামত অপশন থেকে দিতে পারবেন । 
আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন । 
কিভাবে ব্লগিং করে আয় করবেন তার বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল পেতে এই লিংকে ক্লিক করুন । 
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং  সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে  এই লিংকে ক্লিক করুন । 
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন । 
Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment