ট্রেইলর রিভিউঃ জাস্টিস লীগ

আমার ইউটিউবের হোম পেইজে জুলাই ২৩ হতে একটি ট্রেইলর ঘোরা ফেরা করছিল । ভাবলাম এ আবার কেমন ট্রেইলর অথবা কেমন সুপার হিরো মুভি , ভাবতে ভাবতে ভিডিও টা প্লে করলাম । প্রথমেই ধাক্কা খেলাম মনে হলো ব্যাট্ম্যান চরিত্রে অভিনয় করা বেন এফ্লেক কে দেখলাম বোধ হয় ।
বেন এফ্লেক (ব্যাট্ম্যান)

বিখ্যাত বিলিয়নার ব্রুস ওয়েইন (ব্যাট্ম্যান)
পরের দৃশ্যেই নিশ্চিত হলাম ইনিই সেই ব্রুস ওয়েইন । অন্যায়ের শত্রু । কাল্পনিক গোথাম সিটির একমাত্র আশা । পরের দৃশ্যেই খেয়াল করলাম এখানে ওইন্ডার ওমেন ও আছেন । ওকে যা মনে হচ্ছে খেলা জমবে । 
কিন্তু এই ভদ্রলোক কে ?
ট্রেইলর দেখার পর গেলাম ইউকিপিডিয়ায় । স্টারিং এ দেখলাম বেন এফ্লেকের পরেই হেনরি ক্যাভিলের নাম ! হোয়াট দ্যা ??????????????? এটা কি করে সম্ভব ???????????????????????????
স্পয়লার এলারট ............................................................................................................।।


আমরা সুপার ম্যান ভাস ব্যাট ম্যান মুভিতে সুপার ম্যানের মৃত্য দেখেছি । তবে এ মুভিতে হেনরি ক্যাভিলের কাজ কি ? 
অনেক অনেক রহস্য । রহস্য মিটবে ২০১৭ এর নভেম্বর ১৭ তে । ওপ্স অনেক দিন তাই না ? 

মুভি রিভিউ টি দেখতে ইউটিউবে justice league লিখে সার্চ দিন । 

ফেইসবুক কমেন্ট অপশন তো ওপেন ই আছে চাইলেই নিচে ফেইসবুক কমেন্ট অপশন থেকে কমেন্ট করে আপনার প্রশ্ন জানাতে পারবেন ।

আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন । 


আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন । 

ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং  সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে  এই লিংকে ক্লিক করুন । 

এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।

মাত্র এক ক্লিকেই আপনার পিসিকে ফুল রিফ্রেশ করতে এই লিংকে ক্লিক করুন । 

মুভি রিভিউঃ সেভিং প্রাইভেট রায়ান। 
Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment