আপনি রেগুলার একজন গেমার একেবারে হার্ডকোর সিরিয়াস টাইপের গেমার, নিত্য-নতুন রিলিজ হওয়া আধুনিক গেইমগুলো প্লে করতে না পারলে আপনার দিন চলেতেই চায় না। আপনার দরকার কমপক্ষে একটি কোর আই থ্রী পিসি। ফোর গিগা র্যাম। বিশাল আকারের হার্ড- ডিস্ক। বেশ ভালো মানের একটা মনিটর। একটা খুব ভালো উন্নত গ্রাফিক্সকার্ডও লাগবে আপনার । যাকে আমরা G P U বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বলা হয়। হার্ডকোর গেইমার দের জন্য জিপিইউ মাস্ট লাগবেই । প্রসেসর র্যাম বাঁ হার্ড ডিস্ক উনিশ বিশ হলে সমস্যা নেই কিন্তু জিপিউ মোক্ষম টাই চাই , আপনার গেইমের প্রতিটি ত্রিমাত্রিক দৃশ্য প্রসেস হয় জিপিইউ এর মধ্যেই । একটা ভাল মান সম্মত জিপিইউ কেনা টা অত সহজ নয় । নিচের তথ্য গুলো পড়লে আপনিও ব্যঝুতে পারবেন কোনটা কিনবেন ।
ভিডিও র্যামঃ আপনি মনে করে থাকেন যে জিপিইউ এর মেমরি যত বেশি সেই জিপিইউ ই বেস্ট । কিন্তু আসলে তা না । একটা ১০ লিটার ধারণ ক্ষমতার বোতোলের মুখ যদি আধ লিটার পানির বোতলের মুখের সমান হয় তবে সেই ১০ লিটারের বোতোল থেকে পানি ঢালতে অনেক সময় ব্যয় হবে । এক্ষেত্রে বোতোলের ভেতরের স্পেস টাই হচ্ছে জিপিইউ এর র্যাম অথবা ভিডিও র্যাম । জিপিইউ এর প্রসেসর আর ভিডিও র্যাম এ দুটি জিনিস আলাদা । বাড়তি ভিডিও র্যাম আপনাকে আলাদা সুবিধা দেয় কিন্তু সেই অনুযায়ী জিপিইউ প্রসেসর যদি স্পিড এর না হয় তবেই বিপত্তি । নিচের ছবিতে লাল চিহ্নিত অংশ টুকু ভিডিও র্যাম ।
গ্রাফিক্স প্রসেসিং ইউনিটঃ একটি গ্রাফিক্স কার্ডে একটি চিপ থাকে , সেই চিপ টি ই হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট অথবা (gpu) এই চিপ টি ই আপনার গেইমের সকল প্রকার থ্রিডি ইমেজ কে রেন্ডার অথবা সঞ্চালন করে । বাজারে দুটি কোম্পানী আছে যারা গ্রাফিক্স কার্ড বানাতে সব চেয়ে এগিয়ে ।যেমন ATI RADEON এবং nVidia চিপ ম্যানুফ্যাকচারদের মধ্যে অন্যতম ।
পাইপ লাইন এবং ক্লক স্পীডঃ মনে করুন একটি পাইপ লাইন দিয়ে মিনিটে ১০০ লিটার পানি প্রবাহিত হতে পারে , ক্লক স্পিড হচ্ছে মনে করুন একটি পাই লাইন দিয়ে মিনিটে ১০০ লিটার পানি প্রবাহিত হয় তবে তার স্পিড ধরুন ঘন্টায় ২০০ কিঃমিঃ । জিপিইউ কিনতে গেলে খেয়াল রাখবেন পাইপ লাইন বেশি কিনা , বেশি পাইপ লাইন বিশিষ্ট জিপিইউ ভাল সার্ভিস দেয় যেমন প্রাইমারী লেভেলের কার্ডগুলো চারটি, মাঝারী লেভেলের কার্ডগুলো আট থেকে বারো এবং হাই লেভেলের কার্ডগুলো ষোল বা তার থেকেও বেশি পাইপলাইন বিশিষ্ট হয়ে থাকে। গ্রাফিক্স কার্ড কেনার আগে আপনার পাওয়ার সাপ্লাই কত ওয়াটের তা দেখে নিন । মনে করুন আপনার পাওয়ার সাপ্লাই ৪০০ ওয়াটের আপনি এমন একটা জিপিইউ কিনলেন যা কিনা ৫০০ ওয়াট পাওয়ার সাপ্লাই ছাড়া চলবেনা , তখন তো বিপদ তাই আগে চেক করে নিন । ভাল কুলিং সিস্টেম, ভাল পরিবেশ , ভাল কেচিং এসব লাগবে আপনার জিপিইউ এর জন্য , এটার ব্যবস্থা ও করে নিন । ক্রয় করার সময় অভিজ্ঞ কাউকে সাথে রাখা টা বুদ্ধিমানের হবে ।
ফেইসবুক কমেন্ট অপশন তো ওপেন ই আছে চাইলেই নিচে ফেইসবুক কমেন্ট অপশন থেকে কমেন্ট করে আপনার প্রশ্ন জানাতে পারবেন ।
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন ।
আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন ।
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে এই লিংকে ক্লিক করুন ।
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
মাত্র এক ক্লিকেই আপনার পিসিকে ফুল রিফ্রেশ করতে এই লিংকে ক্লিক করুন ।
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে এই লিংকে ক্লিক করুন ।
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
মাত্র এক ক্লিকেই আপনার পিসিকে ফুল রিফ্রেশ করতে এই লিংকে ক্লিক করুন ।
0 comments:
Post a Comment