প্রাণপ্রিয় স্ত্রী আবদার করলেন মোনালিসার মত করে নিজের একটি ছবি আঁকিয়ে নেবেন। লিওনার্দো দ্য ভিঞ্চি যেভাবে খুব পরম মমতায় মোনালিসাকে এঁকেছিলেন সেভাবে আঁকা তার একটা ছবি চাই ই চাই। আপনি বসে গেলেন তুলি আর কাগজ নিয়ে এমন একটি ছবি আকবেন বলে। দেখলেন আঁকাআঁকির ফলাফল রীতিমত ভয়ঙ্কর ! আপনার প্রাণপ্রিয় স্ত্রীর মন রক্ষার্থে আপনাকে হয়ত সহযোগিতা করতে পারবেন রাশিয়ান তরুণ প্রোগ্রামার এলেক্সে মইন্সেঙ্কোভ ।
তার নেতৃত্বে সম্প্রতি প্রিজমা নামক একটি আইওএস/আন্ড্রয়েড মোবাইল অ্যাপ তৈরি হয়েছে। যা পালতে দিয়েছে ছবি ইডিটিং এর ইতিহাস কে ।
প্রথমে আইওএস ব্যবহার করা গ্রাহক এরাই প্রিজমা ব্যবহার করতে পেরেছেন , বঞ্চিত হয়েছেন এন্ড্রয়েড ব্যবহার কারি গন । কিন্তু অনেক প্রতিক্ষার পর এন্ড্র্যেড এর জন্যও এই এপ চালু হয় অল্প কিছু দিন হলো । তো আর দেরি কিজন্য ? প্লে স্টরে prisma লিখে সার্চ দিলেই আপনার এপ টি পেয়ে যাবেন ।
এই অ্যাপ দিয়ে যে কোন ছবি তুলে বা এটাচ করে পছন্দ মত ফিল্টার সিলেক্ট করা যায় এবং প্রসেস টাও খুব সুন্দর । অন্যান্য এন্ড্রয়েড অ্যাপের ফটো ইফেক্ট বা ফটো ফিল্টারের সাথে এর বেশ পার্থক্য রয়েছে বৈকি। সাধারণত ফটো এডিট অ্যাপগুলোতে ছবির উপর একটা ইফেক্টের লেয়ার দিয়ে দেয়া হয় যা আমরা সবাই জানি। আর এরকম ফটো ফিল্টারিং এর কাজ করার জন্য অসংখ্য ওপেন সোর্স লাইব্রেরি পাওয়া যায় মোবাইল অ্যাপের জন্য যা এভেল এভেল। এই নতুন লেয়ার যুক্ত করার জায়গাটিতেই প্রিজমার সাথে অন্যান্য অ্যাপের পার্থক্য যা একে করেছে অনন্য।
Prisma Labs এর CEO ও কো-ফাউন্ডার Alexey Moiseenkov বলেন যে, তারা ছবির উপর কোন ইফেক্ট বা লেয়ার যুক্ত করেন না বরং পুরো ছবিটিকেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence – AI) ও নিউরাল নেটওয়ার্কের (Artificial Neural Network) মাধ্যমে একদম স্কেচ থেকে নতুন করে ছবি আঁকা হয়। যা একদম অভাবনীয় । মানে ধরতে গেলে নতুন কোনো শিল্পী আপনার ছবি একে দিচ্ছে ।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পুরো বিশ্বে দারুণ কিছু সব কাজ হচ্ছে। কোনো একটা সফটওয়্যার বা একটা পুরো সিসটেমকে তখনই artificially intelligent বলা হবে যখন কয়েকটি বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যাবে, যেমনঃ
- Sensor এর মাধ্যমে বা text format এ তথ্য ইনপুট নিয়ে সেগুলোকে প্রসেস করতে পারবে।
- প্রসেস হওয়ার পরে পাওয়া information-গুলোকে knowledge আকারে সংরক্ষণ করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সে knowledge কে কাজে লাগাতে পারবে।
- Learning capability থাকতে হবে! আশ্চর্য হবেন না , অর্থাৎ তার কাছে নতুন ধরণের ইনপুট আসলে সে ইন্সট্রাকশন অনুযায়ী সেটাকে শিখে নিয়ে সেগুলোকে knowledge হিসেবে store করবেপরে ব্যবহারের জন্য। (কম্পিউটার এপ আবার শিখে নেবে )!!!
- এটাকেই বলা আরটিফিশিয়াল ইন্টিলেজেন্স !!!!
- সফটওয়্যারটি বা পুরো সিস্টেমকেই হবে adaptive. অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সাথে সে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে।
- সিসটেমটা pre-active বা pro-active হতে পারবে। অর্থাৎ নিজে থেকেই কোন একটা কাজ শুরু করতে পারে, আবার এমনও হতে পারে যে তাকে কোনো একটা ইন্সট্রাকশন দিলে তার রিপ্লাই দিবে বা ইন্সট্রাকশন দিলেই সে সচল হবে।
- মানুষের মত ভাববে ও মানুষের মত কাজ করবে। অর্থাৎ কোনো একটা পরিস্থিতিতে মানুষ যে কাজটা করবে একই পরিস্থিতিতে মেশিনও সেরকম আচরণই করবে।
এখন পর্যন্ত এই এপে ১ বিলিয়ন ছবি প্রসেসেড করা হয়েছে , যার আসলে এই এপের জনপ্রিয়তা মাপকাঠি প্রকাশ করে ।
কিভাবে ব্লগিং করে আয় করবেন তার বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল পেতে এই লিংকে ক্লিক করুন ।
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে এই লিংকে ক্লিক করুন ।
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
ট্রেইলর রিভিউঃ জাস্টিস লীগ ২০১৭ ।
মুভি রিভিউঃ সেভিং প্রাইভেট রায়ান ।
আপনার ইউপিএস ব্যাটারী পুনঃ ব্যবহার করুন ।
ট্রেইলর রিভিউঃ সুইস আর্মি ম্যান।
যে কোনো প্রকার মতামত নিচের ফেইসবুক মতামত অপশন থেকে দিতে পারবেন ।
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন ।
আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন ।
0 comments:
Post a Comment