মনে আছে সারা বিশ্বে কোন সে গেইম এন্ড্রয়েড কে করেছিল জনপ্রিয় ? অবশ্যই এংগ্রি বার্ডস এর কথাই বলছি ।
বহুল প্রতীক্ষিত মুভি এংগ্রি বার্ডস মুক্তি পেয়েছিল গত ২০ই মে ২০১৬ । আমরা তৃতীয় বিশ্বের মানুষের তো আর ২০ই মে দেখা সম্ভব না তবে অল্প কয়েকদিন হলো ওয়াই,টি,এস এ ব্লুরে প্রিন্ট টা এসেছে আর তখুনি ডাউনলোড করে আজ বিকেলে দেখে শেষ করলাম ৩৪৪ মিলিয়িন ডলার আয় করা এনিমেটেড মুভিটি । বাজেট ৭৩ মিলিয়ন ডলার ।
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে এই লিংকে ক্লিক করুন ।
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
বহুল প্রতীক্ষিত মুভি এংগ্রি বার্ডস মুক্তি পেয়েছিল গত ২০ই মে ২০১৬ । আমরা তৃতীয় বিশ্বের মানুষের তো আর ২০ই মে দেখা সম্ভব না তবে অল্প কয়েকদিন হলো ওয়াই,টি,এস এ ব্লুরে প্রিন্ট টা এসেছে আর তখুনি ডাউনলোড করে আজ বিকেলে দেখে শেষ করলাম ৩৪৪ মিলিয়িন ডলার আয় করা এনিমেটেড মুভিটি । বাজেট ৭৩ মিলিয়ন ডলার ।
পাখিদের স্বর্গীয় রাজত্ব
মা বাবা হারানো রেড
গল্পের প্রধাণ চরিত্রে থাকে রেড নামের লাল পাখিটি । কারো সাথে তার বনি বনা হয়না । কিন্তু সে বন্ধু খোঁজে , সেও চায় বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে নাস্তা করতে কিন্তু ভাগ্যে কুলোয় না তার । এমঝন এক সময় ছোট্ট সে দ্বীপ টি তে আসে শুয়োরদের একটি দল । দ্বীপের সবাই শুয়োরদের সেই দলকে মেহমান হিসেবে স্বাগতম জানায় কিন্তু রেড বুঝতে পারে এখানে কিছু ঘাপলা আছে ।
এদিকে পাখিদের রাজা কে তো বোঝানোই যায়না শুয়োরেরা যে ভালনা । আবার পুরো দ্বীপে এক রেড ই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান । এবার রেড একাই দ্বীপের পাখিদের রক্ষায় ৩ বন্ধুদের নিয়ে নেমে পরে অভিযানে ।
এই সেই সুপার বার্ড রেডের বন্ধুহ যে কিনা সবচেয়ে দ্রুত দৌড়তে পারে এক সেকেন্ডে বাসায় গিয়ে নাস্তা সেরে আপনার সামনে চলে আসতে পারে যা আপনি টেরও পাবেন না ।
মোট কথা মুভিটি ২ ঘন্টা ধরে আপনার মুখে হাসি ধরে রাখবে । আর তার সাথে তো আছে দুষ্ট মিষ্টি পাখির ছানা গুলো । এখুনি ওয়াই,টি,এস থেকে ডাউনলোড করে ফেলুন । ডাউনলোড লিংক পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন ফেইসবুক আইডি থেকেই । আপনার ইবক্সে ডাউনলোড লিংক চলে যাবে । (ব্লগে পাইরেটেড লিংক শেয়ার করলে গুগুল রাগ করবে তাই এখানে সরাসরি শেয়ার করতে পারছিনা)
যে কোনো প্রকার মতামত নিচের ফেইসবুক মতামত অপশন থেকে দিতে পারবেন ।
আমাদের ফেইসবুক পেইজে জয়েন করতে এই লিংকে ক্লিক করুন ।
আমাদের ইউটিউব চ্যানেল যেখানে প্রায় হাজার খানেক ভিডিও টিউটোরিয়াল আছে যা দেখে আপনি গ্রাফিক্স ডিজাইনিং , ভিডিও ইডিটিং (এডোব প্রিমিয়ার প্রো ) এবং অফিস ম্যানেজমেন্টের কাজ বিণামূল্যে ফুল কোর্স করতে পারবেন । ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে এই লিংকে ক্লিক করুন ।
ফ্রী তে পেওনিওর মাস্টার কার্ড পেতে এবং সেই সাথে ২৫ ডলার ফ্রী পেতে এই লিংকে ক্লিক করুন ।
এডসেন্সের বিকল্প সেরা সাইট এর সম্বন্ধে জানতে এই লিংকে ক্লিক করুন ।
মাত্র এক ক্লিকেই আপনার পিসিকে ফুল রিফ্রেশ করতে এই লিংকে ক্লিক করুন ।
ট্রেইলর রিভিউঃ জাস্টিস লীগ ২০১৭ ।
মুভি রিভিউঃ সেভিং প্রাইভেট রায়ান ।
আপনার ইউপিএস ব্যাটারী পুনঃ ব্যবহার করুন ।
ট্রেইলর রিভিউঃ সুইস আর্মি ম্যান।
ট্রেইলর রিভিউঃ জাস্টিস লীগ ২০১৭ ।
মুভি রিভিউঃ সেভিং প্রাইভেট রায়ান ।
আপনার ইউপিএস ব্যাটারী পুনঃ ব্যবহার করুন ।
ট্রেইলর রিভিউঃ সুইস আর্মি ম্যান।
0 comments:
Post a Comment