ডঃ ইউনুস

ইউনুস কে অপছন্দ করিনা আমি । সুদের ব্যবসা উনি না করলেও হাজার হাজার দাদন ব্যবসায়ী করতেন । দাদন ব্যবসায়ী দের থেকেও ওনার ব্যবসা ভাল । এই দেশে দাদন ব্যবসায়ী দের থাবা থেকে মুক্তি পেয়েছি ওনার হাত ধরেই । তার ওপরে ভূমি হীন দের লোন দেয়া টা তো উনিই শুরু করেছেন ।
একটা গল্প বলি এক মাটির হাড়ি পাতিলের ফেরিওয়ালা সকালে দাদন থেকে ৫ টাকা ধার নিতেন সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রমের পর তিনি দাদন কে সুদ সহ ৬ টাকা ফেরত দিতেন বাকি থাকতো আট আনা । সেই আট আনায় তার পরিবারের এক দিনের খোড়াকিও হতনা । ইউনুসের গ্রামীণ ব্যাংক আসার পর সে ফেরিওয়ালা তার স্ত্রীর মাধ্যমে লোন নেয় । তারপর আর কোনদিন তাকে দাদন থেকে টাকা নিতে হয়নি । ইউনুসের ব্যাংক থেকেও আর লোন নিতে হয়নি । লোন শোধ করার পরেও ফেরিওয়ালার কাছে ১০ টাকা থেকে যায় । এবং সে ১০ টাকা কে পুঁজি করে পরের কয়েক বছরে তার কুড়ে ঘড়কে শক্ত করে বাধে । দাদনের কড়াল গ্রাস থেকে সে মুক্তি পায় । গেমন হাজারো লাখো সত্য ঘটনা ঘুরে বেড়াচ্ছে ।



হ্যাঁ ইউনুসের রাজনৈতিক আদর্শ ভাল লাগেনা , দরকার নেই ভাল লাগা । কিন্তু সে যা করেছে তার জন্য তাকে স্যালুট দেয়াই যায় ।

Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment