এখনো আমার কবিতা লিখতে ইচ্ছে করে,
ইচ্ছে করে কোনো ষোড়শীরর জালে আটকে পড়ে
মুক্তি পাবার প্রহর গুনি।
ইচ্ছে করে ঝুম শিলা বৃষ্টিতে আটকে পড়ে গান গাইতে
ব্যাথার সময়ের।
এখনো আমার মনে অতটুকুই প্রেম আচ্ছাদন যা তোমার বাড়ির রঙিন চিলেকোঠায় আটকে আছে বহুকাল।
আমার প্রতিটা কবিতাই শুধু কাল্পনিক তুমিতে বহুকাল
ডাহুক পাখির সাথে একা ডাকে।
আমার প্রতিটা কবিতায় কান্না আশ্রয় পায়,
যদিও তাও কাল্পনিক।
আমি শুধু দুটো লাইন লিখে শুরু করি,
বাকিটা শেষ মেশ কি অর্থ বহন করে তা আমি নিজেও জানিনা।
তবু বরাবরের মতই বলবো,
কিছুনা কিছুতো না পাওয়া
যা আমাকে লেখায়
ভাবায় আবার তোমার প্রেমে পড়ে কবিতা লেখেতে।
কিন্তু সেই তুমিতো আজীবন কাল্পনিক।
আমি জানিনা কবে কখন কোথায় আমার এই শব্দনীড় টা
চোখ বন্ধ করে শেষ হবে। আমি সত্যিই জানিনা।
#আহসানের_নাম_ছাড়া_কবিতা
0 comments:
Post a Comment