নতুনদের জন্য Photoshop CS6 - Getting Started (ক্লাস-০১) বাংলা টিউটোরিয়াল ২০১৬

বেসিক এডোব ফটোশপ প্রথম ক্লাস আহসান ব্যানানাস চ্যানেলের পক্ষ থেকে । 
প্রথম ক্লাসে আমি আপনাদের দেখাবো কি করে সেটিংস টা ঠিক করে কাজ শেখা শুরু করুবেন । 
অনলাইনে অনেকেই টিউটোরিয়াল বানিয়ে থাকেন । কিন্তু বেশির ভাগ ইউটিবার ই করেন কি অল্প কিছু বেসিক টিউটোরিয়াল বানিয়ে কাস্টমার ধরেন । তারপর সিডি বিক্রি করেন । আমি এমন অনেক কেই দেখিছি যাদের প্রতি মাসে আয় হাজার খানেক ডলার তারপরেও তারা সিডি বিক্রি করেন । 
আমার লক্ষ্য আমি আমার অর্জন করা জ্ঞান বিনামূল্যে বিতরণ করবো ।
মাইক্রো সফট ওয়ার্ড ২০১৬ ,
এক্সেল ২০১৬ ,
পাওয়ার পয়েন্ট ২০১৬ ,
তারপর এডোব ফপ্টোশপের ২০১৬ সম্পূর্ণ টিউটোরিয়াল আপ্লোড করেছি । 
তারপর ইলেস্ট্রটর ২০১৬ আপলোড করবো । 
তারপর ধরবো ভিডিও এডিটিং । 
তারপর এফিলিয়েট মার্কেটিং । 
অতঃপর ওয়েব ডিজাইনিং । 
আর সেই সাথে নিত্য নতুন প্রযুক্তি গত পোস্ট তো থাকছেই ।

অনুগ্রহ করে সাথেই থাকুন ।

এই লিংকে ক্লিক করুন প্রথম ক্লাসের ভিডিও পাওয়ার জন্য প্রথম ক্লাস ।

Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment