মনে করেন কোনো কৃষকের বছরে ৫ লাখ টাকা আয় সে ক্ষেত্রে সেই কৃষক হতে আয়কর নেয়াই যায়। আয়করের একটা সিস্টেম আছে। বছরে আড়াই লাখের কম যারা কামাই করে তাদের কর দিতে হয় না। যারা দরিদ্র কৃষক তাদের এমনিতেই কর দিতে হবেনা হয়তো। দেশে অনেক কৃষক আছেন যাদের আয় ৫ এর ওপর। সে ক্ষেত্রে তাদের কাছ থেকে যদি কর নেয়া হয় তবে সমস্যা দেখিনা। আর কৃষক মানেই দুস্থ গরীব এটা বোধকরি ভুল।
- Blogger Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment