আমার শত সহস্র ব্যাথা


শহর জুড়ে রাতের আঁধার ফুড়ে কুয়াশা নেমে আসে , রাত জুড়ে একা রাজপথ টা বেয়ে একা বোকা বট গাছ টা অযথাই দাঁড়িয়ে থাকে ।

আজ শহর জুড়ে তোমায় খোজে কুয়াশার আড়ালে ভেসে থাকা বোকা চাঁদটা। চাঁদটাকে কথা দিয়েছিলে তুমি তার হাত ধরবে , বোকা চাঁদটাও ভেবে নিয়েছিল তুমি তার হবে , তাই সে বুড়িকে চরকায় আরও সুতো কাটতে বলেছিল , বলেছিল সেই সুতোয় চাঁদর হবে তোমার জন্য ! যেন তুমি সেই চাঁদরে কুয়াশা কেটে চাঁদের সাথে ঘর বাঁধবে ।

কিন্তু বোকা চাঁদটা কি জানতো তুমি ধোকা দিচ্ছ , ধোকা দিচ্ছ তুমি কাশ ফুল টাকে , শরতে আর তোমার বাড়ির পেছনের শুকনো ঝিলে তাকে স্থান দাও না । বসন্তে তোমার কথা ছিল নীল ওরনা ভেজাবে তোমার গ্রামের সেই পুরোনো পুকুরে , যেই পুকুরে ভেলুয়া হারিয়েছিল জল দেবতার ঘরে ।

নার্সিসাস তো তাও ভাল , সে নিজেকেই ধোকা দিয়েছিল , নিজের ফাঁদে নিজেকে বিলিন করেছে মহাকালে ।

তুমি কি জানতে তবে চাঁদ টাকে ব্যাথা দেবে ? চাঁদ টা যে সেই সেদিন থেকে কলঙ্ক মাখালো তার গায়ে ,
আচ্ছা তুমি আমার নাম কেন চাঁদ দিয়েছিলে ?

লিখেছেনঃ আকাশ মজুমদার
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment