বাংলাদেশে ছাতার মত গড়ে উঠছে এনজিও । সরকারও খুব নরম । আসুন দেখে নেই বর্তমান সংশোধিত আইন । "মেয়েদের সর্বনিম্ন বিয়েরে বয়স ১৮ ই আছে । তবে কোনো মেয়ে যদি ১৮ এর আগে গর্ভ ধারণ করে তবে তার যেন সন্তান যেন বৈধ ভাবে পিতৃ পরিচয় পায় সেই লক্ষ্যে ১৮ এর নিচের মেয়েদের অভিভাবকের অনুমতি সাপেক্ষে এবং আদালতের অনুমতি মিললেই বিয়ে দেয়া যাবে ।
অথচ বঙ্গ দেশের কুট এনজিও আর কিছু সেই মানের জ্ঞানী লোক জন প্রচার করছেন বিয়ের বয়স নাকি ১৬ করা হয়েছে । এতে করে গ্রাম বাংলায় তারা ভুল খবর ছড়িয়ে দিয়েছে । এখন যারা এই ভুল ম্যাসেজ পেয়েছে তারা তাদের মেয়েকে ১৬ তেই বিয়ে দেয়ার ভাবনা করবে ।
এতে দোষ হবে কার ? দোষ হবে আওয়ামী বিরোধী যারা গুজব ছড়ায় সারা বছর আর জনগনকে করে বিভ্রান্ত । কিন্তু আমি জানি আমার এই পোস্ট শেয়ার হবেনা । কারণ আমি সরকার কে দুইটা গালি দেই নাই ।
0 comments:
Post a Comment