জিপিএ ফাইভ ইস্যু

১০০ জন বাচ্চার মধ্যে ৫ জন এসব ব্যাপারে অজ্ঞ থাকবেই । এই বাচ্চাদের দোষ না । দোষ শিক্ষক আর বাবা মা দের । ক্লাস ওয়ান থেকে ফাইভ অব্দি শেখানো হয় সার্চ লাইট কি ! অথবা নেপালের রাজধানী কোথায় । সিক্স থেকে টেন অব্দি এসব আর কেউ মনে করিয়ে দেয় না । না মনে করিয়ে দেয় শিক্ষক না মনে কইয়ে দেয় বাবা মা । নতুন পড়া লেখার প্রচন্ড চাপে প্রাথমিকের লাভ করা বেসিক জ্ঞান ভুলে যায় আমাদের শিশুরা । এটা একদম স্বাভাবিক । দোষ তাদের নয় ওরা এখনো শিশু । দোষ ওদের বাবা মায়ের আর শিক্ষকের । আমি যখন ছোটো ছিলাম আমার বাবা আমাকে মুক্তিযুদ্ধের গল্প শোনাতো । আর আমাদের অভিভাবক শ্রেণী গল্প শোনায় টোনা টুনির ।
Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment