বৃষ্টি কথা ছিল,
আজ হয়নি।
কিন্তু আবহাওয়া অফিস টা তো এমন ভুল বলেনা!
ছাই হউক ওসব।
মরা পাতা অথবা বুড়ির চুড়ি,
ওসবেও কি এসে যায়।
বাতাসের ভারে পুই মাচাটাও নড়ে,
তাতেও কী বয়ে যায়!
সব ধুলো আকাশে মেঘের সাথে মিলনে মাতে,
এটাও ভাবায় না তোমায়!
ঢাকার রাজপথে পথচারী ভেজে,
কাক হয়ে ঘরে ফেরে,
আর আমি!
তুমি দাড় করিয়ে রেখেছো আমায়।
আমার মনে পড়ে তোমায় মনে পড়ে।
মহাখালী ফ্লাইওভারে সেই শেষ তোমায় দেখেছি,
তুমি হেসেছিলে আমার দিকে চেয়ে।
আমি সেদিন উড়েছিলাম,
তুমি শুধু হেসেছিলে।
0 comments:
Post a Comment