সিস্টেমে সমস্যা

আওয়ামী লীগের ছোটো খাটো নেতা ইমতিয়াজের ছেলে যখন নিখোঁজ হয় তখন সে থানায় জিডি করে । পুলিশ দপ্তরে সকাল বিকেল ধরনা দিয়েও কাজ হয়নি । পুলিশ যদি প্রথম থেকেই এসব নিখোঁজ ছেলেদের হন্যে হয়ে খুঁজে বেড়াতো তবে আজ এ দিন দেখতে হতনা।
এখন বেনজির সাহেব বলছেন নিখোঁজ হলে পুলিশ কে জানাতে । 
আজব ব্যাপার কার ছেলে মেয়ে নিখোঁজ হলে কোন মা বাবা পুলিশ কে জানায় না ?
ধন্যবাদ ইমতিয়াজ সাহেব কে ছেলের লাশ গ্রহণ না করার জন্য । শেয়াল কুকুর খাক তবু তিনি নেবেন না লাশ । 
আমাদের পুলিশ বাহীনির দশা হয়েছে 
"চোর পালালে বুদ্ধি বাড়ে"

বেশি না ৬-৭ মাস আগেও পত্রিকায় খবর বেরোয় কূটনীতিক পাড়ায় চেক পয়েন্ট আছে কিন্তু পুলিশ নেই । 
হামলার আগেও পুলিশ ছিলনা থাকলেও তারা পাবলিক কে সার্চ করার প্রয়োজন মনে করেনি ।
ব্যাপার টা খুবই দুক্ষ জনক । সামান্য অবহেলার কারণে দেশ আজ খাদের কিনারে । 
তবুও শত ভাগ আশা রাখি এবং বিশ্বাস করি সরকার কুটনৈতিক সমস্যার সমাধান করতে পারবেন ।
Share on Google Plus

About Writer

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment

0 comments:

Post a Comment